বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা
বাগেরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে বাগেরহাট রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাধনার মোড় চত্তরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ ভূইয়া হেমায়েত উদ্দিন। এ সময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, লিয়াকত হোসেন লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অবনিশ চন্দ্র সোনা, জেলা যুব লীগের সদস্য মীর জয়েসি আশরাফি জেমস, জেলা ছাত্র লীগের সভাপতি মনির হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড শরিফা হেমায়েত, অ্যাড. লুনা সিদ্দিকী, রিজিয়া পারভীন প্রমুখ। বক্তারা ষড়যন্ত্রকারী বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এই দেশে আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে শত শত বছর ধরে বেচে আছি। কোন ভাবেই এটি নস্ট হতে দেয়া হবে না।
TAGS: সাম্প্রদায়িক হামলা, বাগেরহাট, আওয়ামী লীগ, সম্প্রীতি সমাবেশ, শান্তি মিছিল,
durbarbagerhat.blogspot.com

Comments
Post a Comment
Durbar Bagerhat